বোলপুরের বিবেকানন্দপল্লির যুবক রোহিত সাউ-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটির তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে। ৪ ঠা সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২ টো নাগাদ ধৃতদের বোলপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, অভিযুক্ত দোয়েল দাসের আইনজীবীর দাবি—রোহিতের মৃত্যুর অভিযোগের পক্ষে এখনও কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। তা সত্ত্বেও পুলিশের সক্রিয়তা ও আদালতের নির্দেশে তদন্তে নতুন মোড়