দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া ও গৌরিনাথ ধাম রেল স্টেশনের মধ্যবর্তী জায়গায় রেল লাইন থেকে এক সিভিক কর্মীর দেহ উদ্ধার করলো পুরুলিয়া জিআরপি। মৃত সিভিকের নাম জয়দেব দুবে (২৭). তার বাড়ি পুরুলিয়া মফসসল থানার কানালী গ্রামে। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান জিআরপির