শনিবার গোলেনাওহাটির গ্রাম পঞ্চায়েতের এলাকার সুলেখা বর্মনের সাথে কার্যীর দিঘির সুশান্ত বর্মনের বিবাহ হয়। তাদের একটি ফুটফুটে ছেলে সন্তানও রয়েছে। অভিযোগ সুলেখা বর্মনের তার স্বামী বিয়ের তিন মাস পরেই থেকে প্রতিনিয়ত তাকে মারধর করেন এবং স্বামীর বাড়ির পরিবারের লোকেরা বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বিভিন্ন চাপ দেয়। এর ফলে আদালতে দ্বারস্থ হয়।আদালতের নির্দেশে এদিন ওই গৃহবধূ স্বামীর বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র পুলিশ সাথে নিয়ে গিয়ে নিয়ে আসেন।