পুরুলিয়ার পুঞ্চা এলাকার পানীপাথর গ্রামে শুক্রবার বিকেল ৫ টা থেকে রুট মার্চ করলো কেন্দা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা যায় এলাকায় যাতে না কোনো অশান্তি ঘটে এবং সাধারন মানুষের মনে কোনো ভয় ভীতি না ছড়ায়,সেই জন্য জেলার বিভিন্ন এলাকায় রুট মার্চ চালানো হচ্ছে।তবে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে,আগামী ২০ ই সেপ্টেম্বর, অর্থাৎ আগামীকাল শনিবার রেল অবরোধ রয়েছে কুড়মী সমাজের ডাকে ,সেই কারনে জেলার বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই রুটমার্চ।