তীব্র নদী ভাঙ্গনে ভুতনির নতুন বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছিল গোটা ভুতনিতে। তবে আগে থেকেই ভূতনি জল ঢুকে প্লাবিত থাকায় বিপদটা আরও বাড়ত সেই আশঙ্কা করা হচ্ছিল। নতুন করে ভেঙে যাওয়া বাঁধে জোর কদমে কাজ শুরু করে প্রশাসন। রাতভর বস্তা ফেলার পর ইতিমধ্যে প্রশাসন সফলতা পেয়েছে। বাঁধ ভেঙে যাওয়া অংশ দিয়ে জল ঢোকা আটকাতে সক্ষম হয়েছে প্রশাসন। যদিও বস্তা ফেলে কতক্ষণ জল আটকানো সম্ভব ঠিক এমন পরিস্থিতিতে সঠিক কাজের পরিকল্পনা করছে প্রশাসন। কিছুটা হলেও স্বস্তি ভূতনি বাসীর।