বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় দশমী মেলার আয়োজন করা হয়েছে। এদিন আলিপুরদুয়ার -১ ব্লকের সোনাপুর সংঘের মাঠেও দুর্গাপূজোর দশমী মেলার আয়োজন করা হয়।বিকেল সাড়ে পাঁচটা নাগাদই সেখানে ভিড় নজরে আসে।আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন ক্লাব মাঠে প্রতিমা নিয়ে আসে। এবছরও একই ভাবে ক্লাব গুলো প্রতিমা নিয়ে আসছে মাঠে।