শনিবার সন্ধ্যা 7 ঘটিকায় বাগমা বিধানসভা অন্তর্গত গোকুলপুর এগ্রিকালচার চৌমুহনী PRTI মাঠে 10নং ও 18নং শক্তিকেন্দ্রের যুব মোর্চার ভাই দের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করে বাঘমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাম পদ জমাতিয়া, এছাড়াও উপস্থিত ছিল বাগমা মন্ডল সভাপতি অমর জমাতিয়া সহ অন্যান্য সদস্যরা।