ভাতারের কামারপাড়ায় একটি দোতালা মাটির বাড়ি হুরমুরিয়ে ভেঙে পড়ল। প্রাণের জোরে বাঁধলেন প্রায় বাড়িতে থাকা ছয় জন। রবিবার চারটে ত্রিশ মিনিটে ওই ব্যক্তি জানালেন যে সরকার সাহায্য না করলে তাদের রাস্তায় থাকতে হবে। গত গভীর রাত্রে ভাতারের কামারপাড়া গ্রামের একটি দোতলা মাটির বাড়ি অতি মিষ্টির কারণে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। সেই সময়ই বাড়িতে প্রায় ছয় জন ছিল। অনেকক্ষণ ভূমিকম্পর মত বাড়িটি কাঁপছিল তাই দ্রুত তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে।