শারীরিক যন্ত্রনা সহ্য করতে না পেরে বিষ খেয়ে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ইটাহারের পশ্চিম দুর্লভপুরে। মঙ্গলবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত বৃদ্ধার নাম গীতা মণ্ডল, বয়েস আনুমানিক ৭০ বছর, বাড়ি ইটাহারের পশ্চিম দুর্লভপুরে। পরিবারের দাবী দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন বৃদ্ধা। সম্ভবত সেই কারনেই মানসিক অবসাদে সোমবার রাতে বিষ খায় সে। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কিছু সময় পরে তার মৃত্যু হয়।