আজ ৭ দফা দাবিতে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর মহকুমা পুলিশ অধিকারীকের নিকট ডেপুটেশন সংগঠিত করা হয়। এর আগে উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বেরিয়ে উদয়পুর শহর পরিক্রমা করে মহকুমা পুলিশ আধিকারীকের অফিসের সামনে এসে জমায়েত হয়। সেখান থেকে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল অধিকারীকের সাথে ডেপুটেশনে মিলিত হন। পুলিশ আধিকারীক দাবী গুলির যুক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।