সারা রাজ্যের পাশাপাশি নিতুড়িয়া ব্লকেও চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি। বুধবার ব্লকের আলকুশা প্রাইমারী স্কুলে এই কর্মসূচিতে তিনটি বুথকে নিয়ে এই সভা করা হয়।নিতুড়িয়া ব্লকের বিডিও প্রবীর কুমার সিনহা জানান,এদিন আলকুশা প্রাইমারী বিদ্যালয়ের বুথে মোট তিনটি বুথকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ও দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয় ।দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডারের সুবিধা নিতে ক্যাম্পে মহিলাদের ভিড়।