কেওয়াইসি আপডেট করার নামে জামতারা গ্যাংয ফাঁদে ফেলল প্রাক্তন এলআইসি কর্মীকে। হোয়াটসঅ্যাপে ভুয়ো কল, স্ক্রিন শেয়ার অন করার ফাঁদ এবং একের পর এক ওটিপি, মুহূর্তের মধ্যেই উধাও প্রায় চার লক্ষ টাকা।ঘটনা ঘটেছিল ২৮শে জুন। আতঙ্কে স্তব্ধ মৃণালবাবু পরে বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে। অবশেষে ১লা জুলাই সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগ হাতে নিয়েই নামেন পুলিশ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, এই প্রতারণার পেছনে রয়েছে কুখ্যাত জামতারার গ্যাং।