বৃহস্পতিবার সকাল ১১টা নাগ াদ দেবী বাড়ি এলাকায় পঞ্চস্মৃতি ত্রিকোন পার্কে শুভ উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আনুমানিক ৪ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয় করে এই পঞ্চস্মৃতিটি কোন পার্ক সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে পাশাপাশি এখানে কোচবিহারের প্রথম রাজা আবক্ষ মূর্তি বসানো হবে বলেও জানালেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ