Download Now Banner

This browser does not support the video element.

ঝাড়গ্রাম: শিরশি বাঁধপাড়া সহ বিভিন্ন গ্রামে আয়োজিত করম পরবকে ঘিরে মেতে উঠেছেন এলাকার কুড়মি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মূল বাসীরা

Jhargram, Jhargam | Sep 3, 2025
ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হচ্ছে করম উৎসব। বুধবার রাত্রে জঙ্গলমহলের শিরশি বাঁধপাড়া গ্রাম সহ বিভিন্ন গ্রামে কুড়মি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মূলবাসীরা মেতে ওঠেন এই করম পরবে। জানা গেছে,শস্যের সমৃদ্ধি কামনা ও কৃষি সৃষ্টির মুহূর্তকে স্মরণ করে করম গাছকে দেবজ্ঞানে পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী ও মূলবাসীরা।তারপর সেই গাছের ডাল কেটে শোভাযাত্রা করে বাড়ির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। উৎসবকে ঘিরে সারারাত পাতা নাচ ও ঝুমুর গান হয়।এদিন করম উৎসবকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন।
Read More News
T & CPrivacy PolicyContact Us