ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দরমার দাঁতাল হাতির দল। হাতি থেকে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে, এবং হাতি ও মানুষের সংঘাত এড়াতে শুক্রবার জামবনি ব্লকে ৩ টি হাতির গতিবিধি প্রকাশ করল বনদপ্তর। জামবনি ব্লকের কুড়ারিয়া,রেহড়াশোল, ভাতুড়,পরশুলি,ভূরসান এলাকার মানুষ জনদের সতর্ক থাকতে বলা হয় বনদপ্তরের পক্ষথেকে।