রবিবার দুপুর তিনটা নাগাদ খুঁটি পূজোর মধ্য দিয়ে ৫৭ তম দুর্গাপূজা শুভ সূচনা করলো কোচবিহার নিউটাউন ইউনিট। এবছর তাদের পুজোর থিম বাংলার পঞ্জিকা। স্থানীয় শিল্পীও দিয়ে ফুটিয়ে তোলা হবে মন্ডপসজ্জা। এ বছর তাদের পুজোর বাজেট 12 লক্ষ টাকা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সামনেই তাদের পুজোর থিম সম্পর্কে কোচবিহারবাসীর সামনে বিস্তারিত বিষয় তুলে ধরা হবে।