বন্যপ্রাণী ও মানুষের সংঘাত রুখতে বানারহাট ব্লকের ডায়না চাবাগানে একটি সচেতনতা মূলক শিবিরের আয়োজন করল ডায়না ও বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মিরা। এদিনের এই শিবিরে মুলত আলোচনা করা হয়। লোকালয়ে হাতি চলে এলে কি করতে হবে অথবা কি করা উচিৎ নয়।এছাড়াওচিতাবাঘের হামলা থেকে বাচতে চাবাগানে চাপাতা তোলার সময় কিভাবে কাজ করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে শিবিরের আলোচনা করা হয়।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল ও বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ।