তেহট্ট ফেরী ঘাটের জলঙ্গী নদীতে জল কমে যাওয়ার পরে হঠাৎ করে বেড়েছে আবার জল,এই বিষয়ে বৃহস্পতিবার বিকেল তিনটে ত্রিশ মিনিটের সময় তেহট্ট ফেরি ঘাটের ইজারাদার রজভ মন্ডল তেহট্ট ফেরিঘাটে দাঁড়িয়ে জানালেন, দুর্ঘটনা এড়াতে হতো ফেরিঘাটে সরকারি নির্দেশ মত সব ব্যবস্থা রয়েছে।