দীনহীন,হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতে ব্যাঙ্গালোরে কাজে গিয়ে আজ মঙ্গলবার কর্মরত অবস্থায় আচমকা মৃত্যুর কুলে ঢলে পড়েন হাইলাকান্দি জেলার রতনপুরের বাসিন্দা আতাউর রহমানের পুত্র আবজল হুসেন। এ খবর বাড়িতে পৌছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। এতে গ্রামবাসী জনসাধারণ তার বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন।জেলার তিন বিধায়ক সহ শুভাকাঙ্খী, যুবাদের ও সহায়তা কামনা করেন তারা বিকেল ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ।