শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত শিব মন্দির মাগুরমারি ব্রীজ সংলগ্ন এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল ৫ লক্ষ ৬১ হাজার টাকা। আর সেই অর্থ দিয়ে সেখানে তৈরি হয়েছে একটি ঘর, ramp, সহ কিছু নির্মাণ। তবে, সেই কাজে দুর্নীতির অভিযোগ আনলেন আঠারোখাই বিজেপি মন্ডল সভাপতি সুভাষ ঘোষ। তার অভিযোগ, যত টাকার কাজের টেন্ডার হয়েছে, কাজ দেখে তা মনে হচ্ছে না। তার দাবি খুব বেশি হলে এই কাজে ব্যয় হয়েছে ২ লক্ষ টাকা।