পূর্বস্থলী থানার কুবাজপুর থেকে মোটরসাইকেলে চড়ে বর্ধমানে চাকরির পরীক্ষার কোচিং নিতে আসার পথে বর্ধমান ১নং ব্লকের কুড়মুন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম জাইদুল হক সেখ(৩৫) কুবাজপুরে তার বাড়ি।মৃতের কাকা আজহার আলী সেখ জানান গতকাল সোমবার সকালে তারা দুই জন মিলে মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে শহর বর্ধমানে চাকরির পরীক্ষার কোচিং নিতে আসার পথে কুড়মুন এলাকায় ট্রাক্টর এর ধাক্কায় গুরুতর জখম হয় সে।