আজ রবিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতে ও অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। নয় বছর পর এ রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর জানিয়ে তৎপর রয়েছে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন।স্বাভাবিকভাবেই কোচবিহার জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলোর সামনে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য করা যায়। এদিন বারংবার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।