বধু নির্যাতনের অভিযোগে তুফান গঞ্জ থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে । রবিবার দুপুর দেড়টা নাগাদ দিনহাটা আদালতের সরকারী আইনজীবী আহুসান উল আলম সরকার মিঠু জানান, তুফান গঞ্জ থানার পুলিশ তুফান গঞ্জ থানা এলাকার আজোম আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে। তার বিরুদ্ধে অভিযোগ বধু নির্যাতন ও প্রানে মারার উদ্দেশ্যে হত