রবিবার বেলা একটা নাগাদ মাথাভাঙ্গা মাথাভাঙ্গা জোরপাটকি গ্রামে বাজ পড়ে দুটি গরু মৃত্যু। জানা গেছে ওই এলাকায় মানিক চন্দ্র দত্ত তার দুটি গাভীকে ঘরের বাইরে বেঁধে রেখেছিল। এদিন হঠাৎ ওই গাভি দুটির উপর বাজ পড়ে যার ফলে গাভী দুটির মৃত্যু হয়। তবে এই বাস পড়ার ঘটনায় বাড়ির লোকজনের কোন ক্ষতি হয়নি।