চাঁচলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল বিজেপি। বুধবার সকালে তপনের স্কুল মোড় থেকে থানা মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে মন্ডল বিজেপির নেতৃত্ব। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় ও মন্ডল সভাপতি সম্পদ সিংহ রায়। মিছিল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জাতীয় গৌরব ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বদে