বর্ধমান এক নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্রামে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী টোটো চালক। মৃতের নাম বিকাশ সূত্রধর (৪৮) শহর বর্ধমানে তিনি টোটো চালাতেন। মৃতের ছেলে জানান শান্ত প্রিয় ছিল তার বাবা কেন যে তিনি এ ধরনের কাজ করলো তা বুঝে উঠতে পারছেন না। গতকাল রাতে ঘরের মধ্যেই গলায় গামছার ফাস্ট লাগিয়ে তিনি ঝুলতে থাকেন। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি উদ্ধার করে Bmch নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।