বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কুমারগ্রাম ব্লকের বারবিশা চৌপথী সংলগ্ন কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়ক। যার ফলে দুর্ভোগ পোহাতে হল সাধারণ মানুষকে। মঙ্গলবার বিকেল নাগাদ এমনটাই লক্ষ্য করা গেল। মঙ্গলবার দুপুর নাগাদ শুরু হয় বৃষ্টি। বৃষ্টির জল জমে বারবিশা চৌপথী সংলগ্ন এলাকার রাজ্য সড়ক জলাশয়ের আকার ধারণ করে। জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ।