সাবমার্সিবেল পাম্পের তার চুরির অভিযোগ উঠলো আউশগ্রামের জয়কৃষ্ণপুরে। বিষয়টি নজরে আসতেই এনিয়ে রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার যথাযথ তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশের কাছে দাবি জানান স্থানীয় চাষীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়কৃষ্ণপুরে গ্রামের মাঠে বেশ কয়েকটি সাবমার্সিবেল রয়েছে। তারমধ্যে চারটি সাবমার্সিবেল পাম্পের তার গতকাল রাতে চুরি যায় বলেই অভিযোগ স্থানীয় চাষীদের।