এক ব্যক্তি বিদ্যুতের শর্ট খাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এরপর বিদ্যুতের শর্ট খেয়ে গুরুতর জখম ওই ব্যক্তিকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন শুক্রবার রাত্রি সাতটা নাগাদ গাজোল স্টেট জেনারেল হাসপাতালে।এরপর গাজোল স্টেট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শর্ট খাওয়া ওই ব্যক্তিকে মৃত্যু বলে ঘোষণা করেন। জানা গিয়েছে বিদ্যুতের শট খেয়ে মৃত্যু ওই ব্যক্তির নাম সেন্টু ভূঁইমালি।বয়স 33 বছর।বাড়ি গাজোল ব্লকের পূর্ব রানি পুর গ্রা