আর্থিক উপার্জনের লক্ষ্যে এলাকার চাষীদের হাতে সাঁক আলুর বীজ, কেঁচো সার প্রভৃতি তুলে দিল ঝালদা দু নম্বর ব্লক কৃষি দপ্তর । আজ ব্লক কৃষি দপ্তর প্রাঙ্গণে তাদের হাতে কৃষি সহায়ক জিনিসপত্র গুলি তুলে দেওয়া হয় । সেখানে কৃষি বিভাগের আতমা প্রকল্পের জেলা আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ।