তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার পর হরিশ্চন্দ্রপুর জুড়ে আতঙ্কের আবহাওয়া। পথে নামতে ভয় পাচ্ছে মানুষ। এমন পরিস্থিতির মাঝে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হরিশ্চন্দ্রপুর জুড়ে দিচ্ছে টহল। রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গোষ্ঠী এবং জেলা পরিষদ সদস্য বারিকুল ইসলামের গোষ্ঠীর অনুগামীদের মধ্যে মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায়।বুধবার রাস্তা অবরোধ করে তৃণমূলের নেতারা। ঘটনার পর থমথমে পরিস্থিতি এলাকায়।