Hingalganj, North Twenty Four Parganas | Sep 19, 2025
দোকান তৈরি করাকে কেন্দ্র করে শামসেরনগর এলাকায় তৃণমূলের উপপ্রধানের ছেলের দাদাগিরি, শুক্রবার দুপুর বারোটা নাগাদ দাদাগিরি দেখিয়ে নির্মীয়মান দোকান ভেঙে দিল উপপ্রধানের ছেলে দেবব্রত বৈদ্য। হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সামশেরনগর এলাকায় রবিন প্রামাণিক নামে এক ব্যক্তি রাস্তার পাশে ছোট একটি দোকান তৈরি করেছে। সেই দোকান তৈরি করার জন্য ওই দোকান মালিক রবিন প্রামাণিক কে মোটা অংকের টাকার দাবি করে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধা