স্বর্গীয় বেগ রাজ আগরওয়াল এর স্মৃতিতে PRM মার্কেট সিটির উদ্দোগে এবং লায়েন্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির৷ উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ বিশিষ্টরা৷ রায়গঞ্জের মার্কেট সিটি কমপ্লেক্সে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ সোমবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, রক্তদান মহান দান, এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করবেন। আমরা সমাজের সর্ব শ্রেণীর মানুষকে রক্তদানে এগিয়ে আসতে অনুরোধ করবো।