আমেরিকার শিকাগো ধর্ম সভায় স্বামী বিবেকানন্দের শ্রেষ্ঠ ভাষণের স্মৃতিতে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ঝলঝলিয়া এলাকায় লক্ষণ সেন গ্যালারিতে বিজেপির দক্ষিণ মালদার উদ্যোগে আয়োজন করা হয়েছে এই ফুটবল টুর্নামেন্টের। জানা গেছে আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি তথা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক সমিতির সভাপতি অজয় গাঙ্গুলী।