স্নান করতে গিয়ে পুকুরের জলে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম সন্ধ্যা সিং(৫০)। বাড়ি জেলার হিলি থানার চাপাহাটে। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। জানা গিয়েছে, গতকাল বিকেলে বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে তিনি পড়ে যান। দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাড়ি না আসায় খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোক। পরে পুকুরে দেখতে পেয়ে রাতেই ওই মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করে।