This browser does not support the video element.
কেশপুর: হুড় মুড়িয়ে ভাঙলো মাটির বাড়ি, ৪ নম্বর কুলার গ্রাম পঞ্চায়েতের ঘটনা
Keshpur, Paschim Medinipur | Sep 3, 2025
পশ্চিম মেদিনীপুর জেলা,কেশপুর থানার অন্তর্গত ৪ নম্বর গোলাড় গ্রাম পঞ্চায়েতের তলকুয়া,বহড়া গ্রামের ঘটনা। অতি ভারী বৃষ্টির জেরে ভাঙলো কাঁচা মাটির বাড়ি। আজ বেলা চারটে নাগাদ এমনই চিত্র ধরা পড়ল পাবলিক নিউজ এর ক্যামেরায়। এদিন তলকুয়া গ্রামের সুরজিৎ দলবেরা মাটির বাড়িতে ফাটল। অপরদিকে বহড়া গ্রামের মনসুর আলির মাটির বাড়ি গুড় মুড়িয়ে ভেঙে পড়ায় বিপাকে বাড়ি মালিক