গরমে বাজারে আসা ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের স্বস্তি দিতে বিশেষ পদক্ষেপ নিল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। সমিতির নিজস্ব উদ্যোগে আজ বাজারের একাধিক এলাকায় শীতল পানীয় জলের মেশিন চালু করা হলো। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচণ্ড গরমে যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পান, সেজন্যই এই উদ্যোগ। বাজারে কেনাকাটির ফাঁকে ক্রেতা ও ব্যবসায়ীরা যাতে সহজেই ঠান্ডা জল পান করতে পারেন।