সাতসকালে ইটভাট্টার এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা মনিপুরী বস্তি সংলগ্ন ডি,এন,বি ইটভাট্টায়। মৃত শ্রমিক সহ একজন মহিলা মিলে মোট পাঁচ জন শ্রমিক ঝাড়খণ্ডের রাঁচি থেকে ডি,এন,বি ইটভাট্টায় কাজের উদ্দেশ্যে আসে। তাদের মধ্য থেকে পর্ণা উরাং নামে এক শ্রমিকের এর রক্তাক্ত দেহ নিথর অবস্থায় বিছানায় পড়ে রয়েছে দেখা যায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পানিসাগর থানার ওসি সহ পুলিশ এবং নবাগত মহকুমা পুলিশ আধিকারিক।