কৃষ্ণনগর ৩ ইঞ্চি দূর্গা বাড়ির পুজো বহু বছরের এবং ঐতিহ্যবাহী পুজো। প্রতিবছরের মত এ বছরও মহা ধুমধাম এর সাথে হচ্ছে তিন ইঞ্চি দুর্গা বাড়ির মায়ের আরাধনা। বাংলাদেশের প্রথম পুজো শুরু হলেও দেশভাগের পর কৃষ্ণনগরে আবারো নতুন করে শুরু হয় এই পুজো। নিয়ম মানে সপ্তমীর রাতে অষ্টমী তিথিতে কৃষ্ণনগর তিন ইঞ্চি দূর্গা বাড়িতে হয় মা কালীর আরাধনা। ২৪১ তম বর্ষে পদার্পণ পূজোর। বিস্তারিত জানিয়েছেন পরিবারের সদস্যরা।