ভোরবেলা প্রতিদিনের মতো ফুল তুলতে ও বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করতে বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দা বিমল কৃষ্ণ সাহা । কিন্তু বুধবার সকালে আর ফেরা হলো না তাঁর। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নশরতপুর পঞ্চায়েতের মাধব সাহার গলি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর নিথর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর প্রায় চারটে নাগাদ প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন বিমলবাবু।