খোয়াই পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডে সাপ্লাইয়ের পাইপলাইন ভেঙ্গে জল গড়িয়ে উঠছে রাস্তায়; সমস্যায় সাধারণ মানুষ আজ বিকেল তিনটা নাগাদ এরকমই দৃশ্য উঠে আসলো আমাদের ক্যামেরায় খোয়াই পৌর পরিষদের ১১ নং ওয়ার্ড থেকে। সকলেই নাকি উদাসীন। দপ্তরো এর সারাই এর কোন ব্যবস্থা গ্রহণ করছে না।