এক যাত্রীকে পায়েল সিনেমা হলের সামনে থেকে উঠিয়ে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার কাছে থাকা ল্যাপটপ সামগ্রী মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় এক টোটো চালক এবং তার সঙ্গী। ঘটনাটি ঘটে গত অগাস্ট। এরপর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে শনিবার ভক্তিনগর থানা অন্তর্গত এলাকা থেকে সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত টোটো চালককে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গীর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।