করিমগঞ্জ জেলা ও শহরের নাম পরিবর্তনের প্রতিবাদে মাইজডিহিতে গণ অভিবর্তনের আয়োজন। করিমগঞ্জ জেলা ও শহরের নাম পরিবর্তনের প্রতিবাদে রবিবার শ্রীভূমি শহরের মাইজডিহির এক বিবাহ ভবনে গণ অভিবর্তনের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদিন টাইমসের মুখ্য সম্পাদক নিতুমনি শইকীয়া, মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ তপোধীর ভট্টাচার্য,জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।