পান্ডুয়ায় সি পি আই এম এল লিবারেশানের ১৪ তম হুগলি জেলা সম্মেলন শুরু হল আজ। আজ রবিবার বেলা বারোটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় এই দিন সিপিআইএমএল লিবারেশানের নেতাকর্মীরা পান্ডুয়া স্টেশন থেকে মিছিল করে পান্ডুয়া তেলিপাড়া হয়ে জিটি রোড দিয়ে পান্ডুয়া হাটতলা পর্যন্ত যায়। হাটতলা সংলগ্ন একটি লজে এদিন সিপিআইএম এল লিবারেশনের ১৪ তম জেলা সম্মেলন শুরু হয়। ভোটাধিকার কেড়ে নেওয়া ও বাংলা ভাসি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী তকমা দেওয়া,,