বলরামপুর গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে গত ৭ই এপ্রিল মৃত্যু হয় আনন্দ পাড়ুই। আর মঙ্গলবার বিডিও অফিস থেকে একটি বস্তায় করে মৃত আনন্দ পাড়ুইয়ের পরিবার কে কিছু বাঁকা পুরানো বাসন পাঠানোকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ক্ষোভ মহিলাদের। স্থানীয় মহিলারা সেই বাসন হাতে নিয়ে ক্ষোভ দেখান বিডিওর বিরুদ্ধে। তাদের বক্তব্য নাবালক দুই সন্তানকে নিয়ে কিভাবে ঐ পরিবার চলবে টা না ভেবে এই বাসনপত্র পাঠিয়ে পরিবারটিকে অপমান করা হয়েছে। এই নিয়ে এলাকায় ক্ষোভ।