তিস্তাপাড়ের বার্নিশ অঞ্চলের এক কিলোমিটার রাস্তা জল কাঁদায় বেহাল অবস্থা। ক্ষোভ স্থানীয়দের। জলপাইগুড়ি জেলার বার্নিশ অঞ্চলের ১১২ নং বুথের একটি রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার আগেই বৃষ্টিতে রাস্তার জলেমগ্ন। রাস্তা দিয়ে যাতায়াত করতে সাধারণ মানুষদের খুবই অসুবিধা হচ্ছে। জল কাঁদা দিয়ে যাতায়াত করতে হয়। মঙ্গলবার দুপুরে ক্ষোভ উগরে দিলেনস্থায়ীয়রা। স্থানীয় বাসিন্দা বৃন্দাবন সরকার জানান, দীর্ঘ কয়েক বছর যাবত বেহাল রাস্তা যাতায়াত করতে হয়