কালনা থানার যোগিপাড়ায় বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। মৃতের নাম বাসুদেব দত্ত মৃতের পরিবার সূত্রে জানা গেছে তিনি মানসিক অবসাদে গত সোমবার ঘাস মারা বিষ পান করে ফেলেন। বিষ খাওয়ার কথা জানতে পেরে তড়িঘড়ি তাকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকেরা তাকে রেফার করে Bmch এ পাঠায় এবং সেই মতো পরিবারের লোকজন তাকে BMCH নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।