চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের আট মাইল এলাকায় কুরমাই নদীর ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ তৈরীর শুভ সুচনা হলো এমনটাই জানা গেছে রবিবার বিকেল চারটে নাগাদ। গত এক মাস আগে আলিপুরদুয়ারে বিধায়ক সুমন কাঞ্জিলাল ওই এলাকা পরিদর্শন করার পর বিধানসভায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী নজরে এনেছিলেন। অবশেষে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো রবিবার। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমজনতা থেকে শুরু করে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।