বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মত এবছরও কাঁকসার দানবাবা মাজার থেকে একটি মিছিল শুরু হয় সকাল সাড়ে ৮টা থেকে।এদিন এই মিছিলে কয়েক হাজার ইসলাম ধর্মের মানুষরা যোগ দেন।বিভিন্ন মসজিদের ইমামরাও এদিন মিছিলে হাঁটেন।মিছিল দানবাবা থেকে শুরু করে পানাগড় বাজার হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে বলে জানা গেছে।এদিন এই মিছিল কে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাঁকসা থানার পুলিশের করা নজরদারি ছিলো পানাগড় জুড়ে।