টাকার জন্যই খুন হয়েছেন শান্তিপুরের সাহেবডাঙ্গার তরতাজা যুবক হালিম শেখ জানানো মৃতের জামাইবাবু, গত বৃহস্পতিবার সাতসকালে শান্তিপুরের সাহেবডাঙ্গার তরতাজা যুবক হালিম শেখের রক্তাক্ত মৃতদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা, শান্তিপুর থানায় খবর দিলে শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য, ঘটনার ৫ দিন কেটে যাওয়ার পরও এখনো আসল খুনীকে গ্রেফতার করতে পারেনি শান্তিপুর থানার পুলিশ তবে ২ জনকে গতকাল রানাঘাট মহকুমা আদালতে পাঠায়